December 22, 2024, 6:10 am
কালিগঞ্জে বিকাশ এজেন্টের কর্মকর্তাদের নিকট থেকে ২৬ লক্ষ টাকা ছিনতাই হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের কাটাখালি নামক স্থানে। ঘটনাস্থল থেকে ১ রাউন্ড গুলি ও দু’টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ২ টার দিকে শ্যামনগর উপজেলার বিকাশ এজেন্টের শাখা ব্যবস্থাপক প্রদীপ কুমার দে, ফিল্ড কর্মকর্তা তামিম এবং কাষ্টমার কেয়ারের কর্মকর্তা মিথুন কুমার সাতক্ষীরা সাউথইষ্ট ব্যাংক থেকে বিকাশের ২৬ লক্ষ টাকা উত্তোলন করে মোটর সাইকেলে শ্যামনগরে যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে তারা কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের কাটাখালি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে ৩ ছিনতাইকারী একটি মোটরসাইকেলে যোগে এসে বিকাশ কর্মকর্তাদের গতিরোধ করে। এসময় ওই ছিনতাইকারীরা ২ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে বিকাশ এজেন্টের কর্মকর্তাদের কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই ব্যাগে ২৬ লক্ষ টাকা ছিল বলে জানিয়েছেন বিকাশ কর্মকর্তারা। এই ঘটনা থানায় জানালে অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনাস্থলে যান। এসময় ১ রাউন্ড তাজা গুলি ও দু’টি গুলির খোসা উদ্ধার হয়।
এব্যাপারে থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১ রাউন্ড তাজা গুলি ও ২টি গুলির খোসা উদ্ধারসহ বিকাশ কর্মকর্তাদের থানায় আনা হয়েছে।
Comments are closed.