December 21, 2024, 4:06 pm
রাজধানীতে র্যাবের অভিযানে মাদক, অস্ত্র ও কোটি টাকাসহ গ্রেপ্তার মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনিরের’ বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে মনিরকে থানায় হস্তান্তর করার পাশাপাশি র্যাবের পক্ষ থেকে বাড্ডা থানায় মামলাগুলো দায়ের করা হয়। মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলাগুলো হয়েছে বলে জানান বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম।
এর আগে রাজধানীর বাড্ডায় নিজ বাসায় অভিযান চালিয়ে কথিত স্বর্ণ ব্যবসায়ী মো. মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনিরকে’ (৫৩) গ্রেপ্তার করে র্যাব।
শুক্রবার মধ্যরাতে শুরু হওয়া এই অভিযান শেষ হয় গতকাল শনিবার সকালে। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। মনিরের অবৈধ সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
মনিরের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশি মদ এবং ১০টি দেশের অনুমোদন বিহীন বিপুল বৈদেশিক মুদ্রা, ৬০০ ভরি সোনা এবং নগদ ১ কোটি ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।
Comments are closed.