December 26, 2024, 9:57 pm
ঘূর্ণিঝড় বুলবুলির আঘাতে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রাস্তার উপর বড় বড় গাছ ভেঙ্গে পড়েছে। শ্যামনগরের খানপুর, চন্ডিপুর, শ্যামনগর সদর, উত্তর বাঁধঘাটা, ইসমাইলপুর, হাইবাতপুরসহ বিভিন্ন এলাকায় রাস্তায় বড় বড় গাছ ভেঙ্গে পড়ে থাকতে দেখা গেছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা রাস্তার-ঘাটে পড়ে থাকা গাছ অপসারণের কাজ শুরু করেছেন।
এদিকে সাতক্ষীরা আবহওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, ঝড়ের পশ্চাৎভাগ সাতক্ষীরা অতিক্রম করছে। বেলা সাড়ে ১১ থেকে ১২টার মধ্যে সাতক্ষীরা উপকূল অতিক্রম করবে। এখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৫ কিলোমিটার।
সর্বশেষ খবর অনুযায়ী ঝড়ের সময় শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আবুল কালাম (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।এছাড়া ভেটখালী ইউনিয়নের তারাণীপুরে দেওয়াল চাপা পড়ে ভ্যান চালক পলাশ ও তার স্ত্রী আহত হয়েছেন। তবে হতাহতের এ খবর সরকারি কোন সূত্র নিশ্চিত করতে পারেনি।
Comments are closed.