January 15, 2025, 9:45 am
বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ধেয়ে আসছে বাংলাদেশ উপকূলের দিকে। শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত যে কোনো সময় আঘাত হানতে পারে এটি। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে সাতক্ষীরা জেলাকে ১০ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। এ দূর্যোগ মোকাবেলায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নিজের ‘সাতক্ষীরাবাসীর প্রিয় নেতা আলহাজ্ব নজরুল ইসলাম’ নামক ফেসবুক পেজের মাধ্যমে সাতক্ষীরার উপকুলের মানুষকে সতর্ক করে দিয়ে সকলকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।
Comments are closed.