January 15, 2025, 5:00 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
চলছে দুই বাংলার সাহিত্য উৎসব

চলছে দুই বাংলার সাহিত্য উৎসব

‘এপার ওপার’ উৎসব কমিটির আয়োজনে চলছে সাহিত্য উৎসব। ১২ জুলাই এ উৎসবের সূচনা হয়েছে। উৎসব চলবে ১৩, ১৪, ১৬ ও ১৮ জুলাই পর্যন্ত। এপার ওপার (দুই বাংলার সাহিত্য উৎসব)- এর তৃতীয় বর্ষের আয়োজন করা হয়েছে ভারতের অবনীন্দ্র সভাঘর ও শিশির মঞ্চে। এই পাঁচ দিন দুই বাংলার প্রায় চার শ’ শিল্পীর কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনায় মুখরিত থাকবে অনুষ্ঠান প্রাঙ্গন। এদিকে ‘এপার ওপার’ উৎসব কমিটির আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাতক্ষীরার বরেণ্য সাহিত্যকর্মী দৈনিক পত্রদূতের সাহিত্য সম্পাদক গাজী শাহজাহান সিরাজ। উৎসবে গাজী শাহজাহান সিরাজ সাতক্ষীরার ইতিহাস-ঐগিহ্য গাঁথা কবিতা ও সাহিত্য তুলে ধরে ‘এপার ওপার’ দুই বাংলার সম্প্রীতি ও সৌহার্দকে অটুট রাখার আহ্বান জানাবেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com