November 21, 2024, 9:00 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
চলতি মৌসুমে সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৪ ডিগ্রি

চলতি মৌসুমে সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৪ ডিগ্রি

গত এক সপ্তাহ ধরে অব্যাহত তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরা জেলার মানুষ। তাপমাত্রা ৩৯ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি পর্যন্ত উঠানামা করছে। বুধবার (১ মে) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকেই সূর্যের চোখ রাঙানিতে উত্তপ্ত হয়ে উঠে এ জেলার জনপদ। দিনের মতোই থাকছে রাতের তাপমাত্রা। অতি তীব্র তাপদাহে ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। গরমে কিছুটা হলেও স্বস্তি পেতে কেউ কেউ আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়, আবার কেউ কেউ পৌরদীঘি ও পুকুরের পানিতে গোসল করছেন। গরমে পিপাসা নিবারনে শ্রমজীবি মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা শহরের বিভিন্ন সড়কে সুপেয় পানি ও শরবত সরবরাহ করা হচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আজ বিকাল ৩ টায় সাতক্ষীরার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ১৮ ভাগ। তিনি আরো বলেন, গতকাল তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস যা গত ২১ বছরের মধ্যে জেলার সর্বোচ্চ তাপমাত্রা।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com