January 15, 2025, 9:26 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
চলাচল অনুপযোগী পিসি রায় সড়ক দ্রুত সংস্কারের দাবী এলাকাবাসীর

চলাচল অনুপযোগী পিসি রায় সড়ক দ্রুত সংস্কারের দাবী এলাকাবাসীর

রাড়ুলী ইউনিয়নের পিসি রায় সড়কের ইট খোয়া উঠে যত্রতত্র খানা খন্দে পরিণত হওয়ায় এক প্রকার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার প্রফুল্লচন্দ্র রায় (পিসিরায়ের) ২আগষ্ট জন্ম বার্ষিকীর আগেই সড়কটি সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী। পাইকগাছার উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন রাড়ুলী।

যেখানে ২ আগষ্ট ১৮৬১ সালে জন্ম গ্রহণ করেন জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় (পিসিরায়)। তার নামে একমাত্র ইটের সোলিং এর সড়কটি ইট খোয়া উঠে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কের পাশে ১৮৫০ সালে প্রতিষ্ঠিত উপমহাদেশের দ্বিতীয়তম বালিকা বিদ্যালয়।রয়েছে কলেজিয়েট ইনিস্টিউট, হাট-বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিদিন ছাত্র ছাত্রী ও জন সাধারণ এ সড়কে চলাচল করতে যেয়ে চরম দুর্ভোগের শিকার হন। যত্রতত্র খানা-খন্দক হওয়ায় প্রতিনিয়ত ঘটছে অপ্রত্যাশিত দুর্ঘটনা। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, দ্রুত যাতে সড়কটি সংস্কার করা যায় সে বিষয়ে ইতিমধ্যে খুলনা ৬ সংসদ সদস্যের সাথে কথা বলেছি আশাকরি দ্রুত উক্ত সমস্যাটির সমাধান হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com