January 15, 2025, 6:39 am
ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের কাউন্সিলর কার্ড আগামী ১১-১২-১৩ সেপ্টেম্বর (বুধ, বৃহস্পতি ও শুক্রবার বাদ জুমা) জাতীয়তাবাদী ছাত্রদলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে বিতরণ করা হবে। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বিতরণ।সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে তাদের কার্ড সংগ্রহ করতে পারবেন।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল আয়োজনে গঠিত সংশ্লিষ্ট কমিটির নেতাদের সঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায়।শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
Comments are closed.