November 21, 2024, 9:17 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
জমিসহ বাসগৃহ পাচ্ছেন সাতক্ষীরার ১ হাজার ১৪৮ পরিবার

জমিসহ বাসগৃহ পাচ্ছেন সাতক্ষীরার ১ হাজার ১৪৮ পরিবার

default

এসএম আশরাফুল ইসলাম: মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ বাসগৃহ পাচ্ছেন সাতক্ষীরা জেলার সাত উপজেলার ১ হাজার ১৪৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এর মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্র“তি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মাঝে এসব ঘরের চাবি হস্তান্তর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসব তথ্য জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিন্নুর রহমান ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মমর্তা দেবাশীষ চৌধুরী।

‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ এই শ্লেগানকে সামনে রেখে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর জন্য নির্মিত বাসগৃহগুলো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। ভূমিহীনদের জন্য নির্মিত প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। যার মধ্যে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি টয়লেট হয়েছে। সবুজ টিনসেডের এসব ঘরে একটি পরিবার স্বাচ্ছন্দেই বসবাস করতে পারবে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষে ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের এসব ঘরের গুণগতমান ঠিক রাখার জন্য সার্বক্ষণিক তদারকি করা হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com