January 3, 2025, 12:26 am
Hasan Imam : সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সাতক্ষীরা শহরসহ জেলার জলাবদ্ধাতা নিরসনের সকল বাধা অপসারণের দাবী জানিয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ আহবান জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম।
মানববন্ধনের বক্তারা বলেন, প্রতিবছরই জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হচ্ছে। নতুন নতুন এলাকা জলাবদ্ধ হচ্ছে। মানুষের দুর্ভোগ দুর্গতি বেড়েই চলেছে। ফসলের ক্ষতি হচ্ছে। মানুষ সহায় সম্পদ হারাচ্ছে। বহু মানুষের বাস্তচ্যুতের আশংকা তৈরী হচ্ছে। কিন্তু জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোন পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না। এমতাবস্থায় মানববন্ধন থেকে পানি নিস্কাশনের বাধাগুলো চিহ্নিত করে দ্রুত তা অপসারণের দাবী জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, প্রফেসর আব্দুল হামিদ, আশরাফুজ্জামান আশু, এড. সৈয়দ ইফতেখার আলী, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এড. শেখ আজাদ হোসেন বেলাল, এড. শাহানাজ পারভীন মিলি, নিত্যানন্দ সরকার, কমরেড আবুল হোসেন, এম কামরুজ্জামান, সেলিম রেজা মুকুল, এটিএম রইফ উদ্দিন, অপারেশ পাল, আব্দুল বারী, মধাব চন্দ্র দত্ত্ব, এড. আল মাহামুদ পলাশ, জোন্সা দত্ত্ব, আব্দুস সামাদ, আবুল খায়ের কচি, লুৎফর রহমান টুকু, সিদ্দিকুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু।
মানববন্ধন থেকে জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। একই সাথে আগামী ২৪ সেপ্টেম্বর জেলা নাগরিক কমিটির সাবেক সভাপতি এড. আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার নাগরিক আন্দোলনের প্রয়াত সকল নেতার স্মরণ অনুষ্ঠান সফল করার আহবান জানানো হয়।মানববন্ধন শেষে জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
Comments are closed.