January 3, 2025, 7:12 am
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বায়ান্ন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মাহমুদুল হাসান শাওন। তিনি বর্তমানে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকায় বিশেষ প্রতিনিধি এবং একই সাথে দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। টানা প্রায় এক যুগ ধরে সাংবাদিকতা পেশায় নিজেকে আবদ্ধ রেখে তিনি সাতক্ষীরার উন্নয়ন, সমস্য, সম্ভাবনার কথা তুলে ধরেছেন গনমাধ্যমে
সর্বশেষ বেসরকারী টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভিতেও সুনামের সাথে কাজ করেছেন তিনি। সম্প্রতি সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দৈনিক বায়ান্ন-এর সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী স্বাক্ষরিত নিয়োগপত্র পেয়েছেন মাহমুদুল হাসান শাওন। গত ১৫ অক্টোবর থেকে প্রকাশনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে পত্রিকাটি। পেশাগত দায়িত্ব পালনে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের পাশাপাশি জেলা প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন তিনি।
Comments are closed.