December 21, 2024, 2:53 pm
যশোরের ঝিকরগাছা পৌরসভার সার্ভেয়ারের মিজানুর রহমান (৪৪) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি স্থানীয় বিএম হাইস্কুলের বিপরীত পাশে আলমগীর হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে তার ভাড়া বাসার ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। তার বাড়ী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাগেরহাট গ্রামে।
মিজানুর রহমানের স্ত্রী, ফজরের নামাজ পড়ে মিজানুর পাশের ঘরে যান। কিছুক্ষণ পরে দুইকন্যা তাদের আব্বাকে ডাকতে ডাকতে আব্বার রুমের সামনে যায় এবং দরজার সামনে গিয়ে ডাকতে থাকে। পরবর্তীতে তাদের আব্বা তাদের ডাকে কোনো সাড়া না দেওয়ায়। বারান্দার জানালা দিয়ে দেখা যায় তিনি গলায় রশি দিয়ে ঝুলে আছেন। নিহত মিজানুর বেশ কিছু দিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন এবং মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসাধীন ছিলেন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Comments are closed.