December 22, 2024, 1:31 am
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নবগঠিত ভারপ্রাপ্ত কমিটি অনুমোদন করায় ঝিনাইদহে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনেমঙ্গলবার দুপুরে সরকারী কেসি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারন সম্পাদক আব্দুল আওয়াল, ছাত্রলীগ নেতা রেজওয়ানুল হক রিপন, খাইরুল ইসলাম টিটন, ফারুক হোসেন, রুবেল হোসেন, তৌহিদুর রহমান, নাজমুল হোসেন, জোসেফ আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখহাসিনাকে অভিনন্দন জানান। সেই সাথে নবগঠিত ভারপ্রাপ্ত কমিটির সভাপতি ওসাধারন সম্পাদকের উপর সকলকে আস্থার রাখার আহবান জানান।
Comments are closed.