October 23, 2024, 9:22 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ঝিনাইদহে প্রাইভেট স্যারের বাসার গেট খুলতে দেরি, জানালার সানসাইড ধরে ব্যাম করতে গিয়ে সানসাইড ভেঙ্গে ১০ম শ্রেনীর ছাত্রের মৃত্যু!

ঝিনাইদহে প্রাইভেট স্যারের বাসার গেট খুলতে দেরি, জানালার সানসাইড ধরে ব্যাম করতে গিয়ে সানসাইড ভেঙ্গে ১০ম শ্রেনীর ছাত্রের মৃত্যু!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র আসিফ আহম্মেদ আরজু (১৫) নিহত হয়েছে। বৃহস্পপতিবার সন্ধ্যার দিকে শহরের উপশহরপাড়ার একটি বাসার সানসেড ভেঙ্গে সে নিহত হয়।আরজু চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড পাড়ার (অগ্নিবীনা সড়ক) বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক নেতা নেহাল উদ্দীন সোহেলের ছেলে। আরজুর আকিস্মক ও অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছাড়া নেমে এসেছে। ঘনিষ্ট বন্ধু রাতুল জানায়, সন্ধ্যার দিকে আরজু উপশহরপাড়ার ব্যাংকার আব্দুল হামিদের বাসায় যায় প্রসেনজিৎ নামে এক শিক্ষকের কাছে পড়তে।স্যারের গেট খুলতে দেরি দেখে আরজু ওই বাসার গেটের উপর লাগানো সানসেডে ঝুলে দেখছিল । এ সময় সানসেড ভেঙ্গে তার বুকের উপর পড়ে। দ্রুত তাকে স্থানীয় হাসান ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করে।চিকিৎসকরা জানান, বুকে আঘাত লেগে তার মৃত্যু হতে পারে। এদিকে আরজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাটী, বন্ধু, শিক্ষক ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে। আরজুর মুখখানা শেষবারের মত দেখতে ছুটে আসে তার বাসায়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com