January 2, 2025, 5:44 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
ঝিনাইদহে মানব পাচারকারী দলের আলোচিত সদস্য আক্তার হোসেন পিকুল অবশেষে র‌্যাব-৬’র জালে ধরা

ঝিনাইদহে মানব পাচারকারী দলের আলোচিত সদস্য আক্তার হোসেন পিকুল অবশেষে র‌্যাব-৬’র জালে ধরা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহ সদর উপজেলার আঠারো মাইল এলাকা থেকে জেলার আলোচিত মানব পাচারকারীচক্রের সক্রিয় সদস্য আক্তার হোসেন পিকুল (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ও সিপিসি-২। সোমবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত আক্তার হোসেন সদর উপজেলাররাধাকান্তপুর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পেরকোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদেরভিত্তিতে সদর উপজেলার আঠারো মাইল এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেনকেগ্রেফতার করে। সে দীর্ঘদিন ধরে অবৈধ বাবে পানি পথে মানব পাচার করে আসছে। সেএলাকার যুবকদের কম খরচে মালয়েশিয়া, লিবিয়া, ইতালিসহ বিভিন্ন দেশে নিয়ে যাওয়ারপ্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। তার নেতৃত্বে একটিসংঘবদ্ধ চক্র ঝিনাইদহের সদর উপজেলার হলিধানী, সাধুহাটি ও কুমড়াবাড়িয়াইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৯ জন যুবক বিদেশ গিয়ে ৫/৬ বছর ধরে নিখোঁজ
রয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com