December 30, 2024, 4:37 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
টঙ্গীতে বাসায় ঢুকে স্কুলছাত্রকে হত্যা

টঙ্গীতে বাসায় ঢুকে স্কুলছাত্রকে হত্যা

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে বাসায় ঢুকে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার সকালে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া চন্দ্রীমা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ওই স্কুলছাত্রের নাম তউসিফুল ইসলাম মুন্না (১৫) রাজধানীর মগবাজার বিএফ শাহিন একাডেমির ৮ম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা মো. মিজানুর রহমান। পেশায় তিনি চাকরিজীবী। মুন্না তার বড় ছেলে। তাদের বাড়ি পটুয়াখালি জেলার বাউফল থানার দান্ডি গ্রামে। তারা ওই গাজীপুরা এলাকায় চন্দ্রিমা হাউজিংএর ৪ তলায় বসবাস করতেন।টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন মুন্নার পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার সকালে মুন্নার বাবা অফিসে চলে যায়। এ ছাড়া তার মা সকাল সাড়ে ৮টার দিকে মুন্নাকে একা বাসায় রেখে ছোট ছেলেকে নিয়ে স্কুলে যায়। পরে মুন্নার মা স্কুল থেকে বাসায় ফিরে মুন্নার নিথর দেহ খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতের শরীরের গলা, পেটসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন জানান, কে বা কারা এবং কী কারণে মুন্নাকে হত্যা করেছে তা এ মূহুর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে হত্যার সময় মুন্না ঘরে একা ছিল। তার পরিচিত বন্ধুবান্ধবের ভেতরে কেউ এ হত্যায় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com