January 15, 2025, 4:33 am
স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও ফরমায়েশি সাজার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা শহর ছাত্রদলের নেতৃবৃন্দ। শনিবার বিকালে সাতক্ষীরা শহরের পলাশপোল স্কুলের সামনে থেকে মিছিলটি বের হয়ে সাতক্ষীরা জজকোর্টের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন শহর ছাত্রদলের আহবাহক আইয়ুব আলি, সদস্য সচিব শাহিন ইসলাম, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন কুরাইসি, আব্দুল্লাহ আল-আমিন, পলাশ হোসেন, রাসেল হোসেন, সদস্য আরিফুল ইসলাম, সুমন ইসলাম, নয়ন ইসলাম, হোসেন, শরিফুল ইসলামসহ সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরাফাত রহমান, আদনান রাহিত, নাজমুল হোসেন, ছাত্রনেতা সাকিব হোসেন রিদয়, নিশান, রিপন, বিল্লাল প্রমুখ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও ফরমায়েশি সাজা প্রত্যাহারের দাবী জানান।
Comments are closed.