January 28, 2025, 10:34 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
তালায় পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা

তালায় পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা

তালায় প্রথম বারের মতো উপজেলা পর্যায়ে রাউন্ড ভিত্তিক, পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ্ নাত প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় তালা শিল্পকলা একাডেমিতে তালা ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সমন্বয়ক সরদার মশিয়ার রহমান। তালা ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মাওলানা তাওহিদুর রহমান ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আকবর হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় রাউন্ড ভিত্তিক এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মীর জাকির হোসেন, তালা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওবায়দুল হক, মো: আব্দুস সোবহান, সরদার আবুল কাশেম প্রমুখ। প্রতিযোগিতায় মোট ৪টি ভাগে অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ক ও খ বিভাগ এবং হামদ-নাত ক ও খ বিভাগ। উপজেলার প্রায় দুইশত প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ব্যানারে রমজান মাসের পবিত্রতা রক্ষায় একটি র‌্যালি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিযোগিতাটি সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন উক্ত ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো: আব্দুল্লাহ আল মামুন, সদস্য মো: গোলাম মোস্তফা, গ্রীনম্যান সভাপতি মো: ইমরান রাব্বি, উপজেলা জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা রবিউল ইসলাম, তালা যুব সংঘের সাধারন সম্পাদক ইমদাদুল হক পলাশ, মো: মহিবুল্লাহ, বুয়েট ছাত্র রিসান সালেহ প্রমুখ। উল্লেখ্য, পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ্ নাত প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ফলাফল আজ ২৪ মার্চ প্রকাশিত হবে।



Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com