S M Hasan Bucho : তালায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার হয়েছে। শনিবার রাতে উপজেলার পেয়ারাতলা নামক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের আলা-উদ্দিন মোড়লের পুত্র শাহিনুর মোড়ল (৩৫) ও হুগলাডাঙ্গা গ্রামের বাবুর আলী শেখের ছেলে মতিয়ার রহমান শেখ (৩৭)। এসময় তাদের কাছ থেকে ২১টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-০৫ তারিখ -১৪/০৯/২০১৯। তালা থানার ওসি মেহেদি রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।