December 21, 2024, 1:59 pm
সাতক্ষীরা তালায় বিষাক্ত কীটনাশক পান করে মোঃ সোহেল শেখ (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে মোঃ করিম শেখের ছেলে। বৃহস্পতিবার (৩ জুন) রাতে মাছিয়াড়া গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোন এক সময় বিষাক্ত কীটনাশক পান করে সোহেল শেখ ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে ভোর রাতে বিষয়টি তারা বুঝতে পারে। তিনি বেশ কিছুদিন থেকে হতাশায় ভুগছিল বলে জানা গেছে। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
Comments are closed.