December 27, 2024, 12:32 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
তালায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে জরিমানা ও ২ জনের জেলএসএম

তালায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে জরিমানা ও ২ জনের জেলএসএম

বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি:তালায় ডেঙ্গু ও পরিষ্কার পরিচ্ছন অভিযানে পরিচালনা চলাকালে ৬ জনকে৬০হাজার টাকা জরিমানা ও ২ জনকে ১৫ দিনের জেল প্রদান করেছেনতালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:ইকবালহোসেন ।উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানাযায় ,গতকাল(মঙ্গলবার) উপজেলারজেয়ালা ঘোষ পাড়ায় গ্রামে ডেঙ্গু ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানপরিচালনাকালে পাশের খালে ময়লা আর্বজনা,গরু ছাগলের মলমুত্র, মারাত্মকরোগের সংক্রমণ ছড়াতে পারে এমন অবহেলামূলক কাজ অপরাধে ২৬৯ ধারামোতাবেক জেয়ালা ঘোষ পাড়ার পার্থ ঘোষ,প্রশান্ত ঘোষ,মনোরজ্ঞনঘোষ,বিশ্বনাথ ঘোষ,অজুন ঘোষ কে ১০ হাজার টাকা করে মোট৬০হাজার টাকা জরিমান এবং আশিষ ঘোষ ও উপল ঘোষ কে ১৫দিনের জেলপ্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com