January 15, 2025, 12:37 pm
তালায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিকালে তালার মাঝিয়াড়া সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির আয়োজনে ৯দিনব্যাপী রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
জগন্নাথ মন্দির কমিটির সভাপতি উদয় কুমার সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেরা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম ও তালা সদরের সাবেক চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বসু ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঝিয়াড়ায় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক শ্যামল চৌধুরী লিটু। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Comments are closed.