January 15, 2025, 6:33 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
তালায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

তালায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের দাড়ার আবাদ এলাকায় নিয়ম নীতির তোয়াক্কা না করে রাস্তার ধারের সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়সারা বক্তব্য দিয়ে আসল ঘটনাকে ধামাচাপা দেওয়া বৃথা চেষ্টা করছেন। গত ১১ জুন দুপুর আনুমানিক ১২ টার দিকে রাস্তার উপর থাকা ৪টি শিশু গাছ স্থানীয় এক প্রভাবশালী নেতার কথায় কর্তন করে নিয়ে বিক্রয় করা হয়েছে। গাছ কর্তন করে বিক্রয় করা ব্যক্তিরা হলেন, খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের মৃত কপিল উদ্দীন সরদারের পুত্র গোলাপনবী সরদার, সিদ্দিক সরদার ও কালাম সরদার। সরকারি আইন মোতাবেক কোন গাছ কর্তন করিলে সংশ্লিষ্ট আইনে সাজা বা জরিমানা অথবা সরকার যদি সংরক্ষণযোগ্য কোন গাছ কাটার অনুমতি দেয় তবে শর্ত হিসেবে প্রতি একটি গাছ কাটার বিপরীতে তিনটি গাছ লাগানোর শর্ত দিতে হবে। কিন্তু এসকল আইনের তোয়াক্কা করেননি ওই জনৈক ব্যক্তিরা।
স্থানীয় এলাকাবাসী জানান, এলাকার কপিল উদ্দীন সরদারের তিন ছেলে গত কয়েকদিন আগে সরকারী রাস্তার উপর থাকা ৪টি শিশু গাছ কেটে বিক্রয় করে দেন। তাদের কাছে সরকারী গাছ কাটার বিষয়ে জিঙ্গাসা করলে তারা বলেন, আমার ওই (প্রভাবশালী) নেতার কথায় গাছ কেটেছি এবং সংশ্লিষ্ট প্রশাসনের উৎকোচ প্রদান করেছি। বর্তমান বাজারে ৪ টি শিশু গাছের মূল্য প্রায় একলক্ষ টাকা। এমন করে যদি সরকারী গাছগুলো কেটে সাবাড় করা হয় তাহলে একসময় দেশে আর গাছ থাকবে না।
অভিযুক্ত কালাম সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছগুলো আমি কেটে ফেলি নাই। গাছগুলো কেটেছে আমার বড় ভাই গোলাপনবী সরদার। অভিযুক্ত গোলাপনবী সরদার বলেন, গাছগুলো আমাদের লাগানো তাই কেটে নিয়েছি। এছাড়া গাছগুলো কাটার জন্য এলাকার এক নেতার কথামত সংশ্লিষ্ট কর্তাদের উৎকোচও প্রদান করেছি। এবিষয়ে খেশরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নায়েব অসীম হালদার বলেন, আমি এখন এসিল্যান্ড স্যারের বিদায় অনুষ্ঠানে আছি। আর আপনারা বলছেন গাছের দাম এক লক্ষ টাকা কিন্তু সরেজমিনে গিয়ে তেমন তথ্য তো পায় না। যাইহোক আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com