September 16, 2024, 7:00 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
দুই দিন আগেই বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা পাকিস্তানের

দুই দিন আগেই বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা পাকিস্তানের

আগামী ২১ আগস্ট রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সে ম্যাচকে সামনে রেখে দুই দিন আগেই একাদশ ঘোষণা করল পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে একাদশে চারজন পেসার রেখেছে স্বাগতিকরা। শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শেহজাদ ও মোহাম্মদ আলীরা ২২ গজে গতির ঝড় তুলতে তৈরি। সিরিজ শুরুর আগেই অবশ্য তরুণ সেনসেশন আমের জামালকে বাদ দিয়েছে পাকিস্তান। চোটমুক্ত না হওয়ায় এই সিরিজে খেলা হবে না তার।

ম্যাচে পাকিস্তানের হয়ে ইনিংস শুরু করবেন আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব। তিনে নামবেন অধিনায়ক শান মাসুদ। চার নম্বরে দেখা যেতে পারে সাবেক অধিনায়ক বাবর আজমকে। মিডল অর্ডারে সৌদ শাকিলের সঙ্গী মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা।

রাওয়ালপিন্ডি টেস্টের জন্য পাকিস্তান একাদশ

আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, সালমান আলি আগা, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com