দেবহাটার কুলিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার দেবহাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন ও সাধারন সম্পাদক লোকমান কবীর স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেয়া হয়। সদ্য অনুমোদিত কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে মো. জাকির হোসেনকে সভাপতি, মো. মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক ও মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও অনুমোদিত কমিটির নেতৃবৃন্দকে নির্দেশনা দেয়া হয়েছে।