October 23, 2024, 9:16 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
দেবহাটায় আর্ন্তজাতিক শান্তি দিবসে সাইকেল র‌্যালি

দেবহাটায় আর্ন্তজাতিক শান্তি দিবসে সাইকেল র‌্যালি

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আর্ন্তজাতিক শান্তি দিবস উপলক্ষে সাইকেল র‌্যালী ও গনস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাস্ট্র মন্ত্রণালয়ের তত্বাবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপস্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ত করন) প্রকল্পের আওতায় পিস ক্লাবের আয়োজনে সকাল ১০ ঘটিকায় সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন থেকে আগত ৪৫ জন পিস ক্লাবের সদস্যদের অংশগ্রহনে আলোচনা অনুষ্ঠান, গনস্বাক্ষর ও সাইকেল র‌্যালি বের করা হয়। উক্ত সাইকেল র‌্যালিটি উপজেলা মাঠ থেকে বের হয়ে সখিপুর ঈদগাহ বাজার অতিক্রম করে চন্ডিপুর হয়ে উপজেলা প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে সমাবেত হয়। তবে এবারের শান্তি দিবসের প্রতিপাদ্য বিষয় ”শান্তির পথে এক সাথে”। শান্তি, সম্প্রীতি ও সৌহাদ্য এই তিনটি বিষয়কে সামনে রেখে শান্তি দিবস পালন করা হয়। শান্তির পথে এক সাথে তারুন্যের উচ্ছ্বাসে নব জীবনে সম্প্রীতি ও সংহতির ঐক্যতানে সবে মিলে এক সাথে সৌহাদ্য ও শান্তির পথে। সাইকেল র‌্যালি শুরু হওয়ার আগে আর্ন্তজাতিক শান্তি দিবসের তাৎপর্যের উপর আলোচনা অনুষ্ঠান করা হয় ও র‌্যালির উদ্বোধন করা হয়। উক্ত আলোচনা ও সাইকেল র‌্যালির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি. এম. স্পর্শ, উপজেলা সাইকোসোস্যাল কমিটির সভাপতি ও দেবহাটা প্রেসক্লাবের আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উত্তম কুমার রায়, মীর খায়রুল আলম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহাদ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যুব সমাজের অনেক ভুমিকা থাকা দরকার। তাদের সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকতে হবে। খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। পিস ক্লাবের এই কার্যক্রম আমি পিস ক্লাস ফেইজ বুক পেইজে দেখছি। দেশের বিভিন্ন স্থানের পিস ক্লাবের সদস্যরা সামাজিক শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য নানা মুখি কার্যক্রম করছে। এটা সত্যিই প্রশংসার দাবিদার। পিস ক্লাবের এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানায় এবং পিস ক্লাবের কার্যক্রমে আমার সার্বিক সহযোগিতা থাকবে এই আশ^াস প্রদান করলাম। সাতক্ষীরা ব্যাপি এই আন্তজাতিক শান্তি দিবস উদযাপন হচ্ছে এটা আমাদের জন্য বড় পাওয়া। এজন্য পিস ক্লাবের মাধ্যমে পিস কনসোর্টিয়াম প্রকল্প কে আমি আমার দেবহাটা উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর্ন্তজাতিক শান্তি দিবস সফল হোস স্বার্থক হোক এই কামনা করি। সাইকেল র‌্যালির নেতৃত্ব দেন পিস ক্লাবের বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন রুপান্তর প্রতিনিধি তহিদুজ্জামান (তহিদ)।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com