January 15, 2025, 1:32 pm
Sopone Das : সাতক্ষীরার দেবহাটায় জনপ্রতিনিধি, কর্মকর্তা, সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের এমপি ডা. অ.ফ.ম রুহুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন রেখে চলেছে। স্বাস্থ্য, শিক্ষা,, যোগাযোগ, বিদ্যুৎসহ সবক্ষেত্রে সুবিধা দেশের প্রতিটা মানুষ ভোগ করছে। তিনি আরো বলেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয়কে এক সাথে কাজ করতে হবে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি, দেবহাটা থানা ওসি ( তদন্ত) উজ্জল কুমার মৈত্র, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, মৎস্য অফিসার বদরুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুল রউফ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারে আহবায়ক আবু রায়হান তিতু প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা,উপজেলা আওয়ীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনারুল হক, সাবেক সাধারণ সম্পদক আব্দুর রউফ, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল লতিফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকাত ওসমান, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, মহিলা বিষয়ক কর্মকতা নাজমুল নাহার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সমবায় কর্মকর্তা হুমায়ন কবির, ,পল্লী উন্নয়ন কর্মকতা রকিবুল ইসলাম, পিআইও কর্মকর্তা শফিউল বসার, সহকারি শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম, জাতীয় পার্টির সভাপতি মাবুদ গাজী, সাধারণ সম্পাদক আবুল ফজল,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অর্থ কমান্ডার সাবুর আলী, দপ্তর কমান্ডার আব্দুর রউফ, সদর ইউনিয়ন কমান্ডার ইদ্রিস আলী, সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়ার মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান. দেবহাটা সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মহন পাল প্রমুখ।
Comments are closed.