December 21, 2024, 3:06 pm
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় জমিজমা সংক্রান্ত পুর্ব বিরোধের জেরধরে প্রতিপক্ষের মারপিটে গফফার সরদার (৫২) নামের এক ব্যাক্তি গুরুতর আহতহয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে দেবহাটা উপজেলার নাজিরের ঘের এলাকায়মারপিটের ঘটনাটি ঘটে। আহত গফফার সরদার নাজিরের ঘের গ্রামের মৃতআকের আলী সরদারের ছেলে। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় সখিপুরস্থদেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীনঅবস্থায় গফফার সরদার জানান, তার ভাই মজিবর সরদার তাদের পৈত্রিক সম্পত্তিরসিংহভাগ আত্মসাত করায় বিষয়টি নিয়ে উভয় পরিবারের মাঝে বিরোধ চলেআসছিলো। শনিবার গফফার সরদার বসতভিটা সংলঘœ নিজের মৎস্য ঘেরেররাস্তা সংষ্কার করতে গেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ভাই মজিবর সরদার,ভাইপো আসাদুল সরদার, সিদ্দিক সরদার ও মজিবর সরদারের জামাই সাইফুলইসলাম তার ওপর ক্ষিপ্ত হয়। পরে বিকাল ৫টার দিকে নিজ বাড়ীতে অবস্থানকালেগফফার সরদারের ওপর লাঠিশোঠা নিয়ে তারা অতর্কিত হামলা চালায়। এসময়তারা বেধড়ক পিটিয়ে গফফার সরদারের মাথা ফাঁটিয়ে দেয়। পরে স্থানীয়রাগুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেবহাটা থানায় মামলা দায়েরেরপ্রস্তুতি চলছিলো বলে আহতের পরিবার সুত্রে জানা গেছে।
Comments are closed.