January 15, 2025, 5:41 am
নাজমুল হাসানঃ দেবহাটা উপজেলার ঘলঘলিয়া রহিমপুর গ্রামের জাকির হোসেন ওরপে জাকির পাগল(৩১) নামের ব্যাক্তি ৩১ বছর বয়সেও কোনো প্রতিবন্ধী কার্ড হয়নি।জানাযায়, উপজেলার ঘলঘলিয়া রহিমপুর গ্রামের মৃত নূর আলী গাজীর ছেলে জাকির হোসেন ওরফে জাকির পাগল জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী। বয়স ৩১ বছর। তথাপি আজ পর্যন্ত তার একটি প্রতিবন্ধী-কার্ড হয়নি। কারণ তার পক্ষে এই দুনিয়ায় সাওয়াল বাতদবীর করার কেউ নেই। বাপ নেই। মা অকালে বার্ধক্যে উপনীত, দীর্র্ঘদিন যাবৎ ব্যাধিগ্রস্ত, জটিল-কঠিন রোগে আক্রান্ত, স্বাভাবিক চলাচলে অক্ষম, উপযুক্ত চিকিৎসা হয়নি, চরম পর্যায়ের অভাবী, এক ছটাকও জমি-জায়গা নেই, পরের জমিতে বসবাসের একখানি পড়পড় মাটির ঘর, মারাত্মকরকম অপুষ্টির শিকার, অনাহার-অর্ধাহার নিত্যদিনের সঙ্গী। এই পরিবারটি সাধারণ মানুষের দয়া ও দানের উপর নির্ভরশীল। এরূপ অবস্থায়বুদ্ধিপ্রতিবন্ধী জাকির হোসেন প্রতিবন্ধী-স্বীকৃতি পেলে এবং এর মাধ্যমে প্রতিবদ্ধী-ভাতা পেলে, আসহায় পরিবারটি আর্থিকভাবে অন্তত কিছুটা স্বস্তি পাবে বলে সচেতন মহলের দাবী।
Comments are closed.