January 15, 2025, 4:26 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
দেবহাটায় সাইক্লোন শেল্টার সংস্কারে অনিয়মের অভিযোগ

দেবহাটায় সাইক্লোন শেল্টার সংস্কারে অনিয়মের অভিযোগ

দেবহাটা : সরকারি প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও, সংস্কার কাজে ব্যাপক অনিয়মসহ কেবল নামমাত্র রং করেই দেবহাটার চালতেতলা সাইক্লোন শেল্টার সংস্কারের কাজ শেষ করার অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান আশা এন্টারপ্রাইজের বিরুদ্ধে। উপজেলার অন্যতম দুর্যোগ প্রবন ও প্রত্যন্ত এলাকা হওয়ায় চালতেতলা সাইক্লোন শেল্টারটিতে যেকোন দুর্যোগের সময় আশ্রয় নেয় শত শত মানুষ। ফলে অল্প সময়ের মধ্যেই সাইক্লোন শেল্টারটি সংস্কারের প্রয়োজন দেখা দিলে চলতি বছরের ১৫ মে প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় ৯ লক্ষ ৯৫ হাজার ৬৯০ টাকা বরাদের সংস্কার কাজটি টেন্ডারের মাধ্যমে পায় নাংলার ঠিকাদারী প্রতিষ্ঠান আশা এন্টারপ্রাইজ। কিন্তু কাজ শুরুর পর উল্লেখযোগ্য কোন সংস্কার ছাড়াই তড়িঘড়ি করে কেবলমাত্র রং দিয়েই দায়সারাভাবে ঠিকাদারী প্রতিষ্ঠানটি সাইক্লোন শেল্টারের সংস্কার কাজ শেষ করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়রা জানান, সরকারি নিয়ম মোতাবেক সাইক্লোন শেল্টারের গোটা বিল্ডিংটির দেয়ালের নষ্ট হওয়া প্রত্যেকটি স্থান নতুনভাবে মেরামত করে এবং যাবতীয় আসবাবপত্র ও ইলেকট্রিক লাইনের সমস্য সমাধানসহ বৈদ্যুতিক বাল্ব, সুইজ ইত্যাদি পরিবর্তন এবং গেট-গ্রীলের মরিচা তুলে ফেলার পর ভবনটি নতুনভাবে রং করার নিয়ম থাকলেও, শুধুমাত্র রং দিয়েই প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দের সংস্কার কাজ দায়সারাভাবে শেষ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এমনকি সাইক্লোন শেল্টারের ভিতরের বৈদ্যুতিক বাতিগুলোও এখনও নষ্ট ও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। আর বাইরের এনার্জি সেভিং বাল্বগুলো খুলে নিয়ে সেখানে লাগিয়ে দিয়েছে নি¤œমানের ৬০ ওয়াটের বাল্ব। আর নষ্ট আসবাবপত্রগুলো সেভাবেই ফেলে রেখে সংস্কার শেষ করে বরাদ্দের অর্থ পকেটস্থ করেছে প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বধীকারী মাহমুদুল হক লাভলু বলেন, সংস্কার কাজ মানেই ফাঁকিজুকি। পিআইও স্যার কাজ দেখে নিয়েছেন। আর সাইক্লোন শেল্টারে বাল্ব লাগিয়েছিলাম কিন্তু এলাকার চোর হয়তো সেগুলো চুরি করে নিয়ে গেছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com