January 15, 2025, 1:01 pm
দেবহাটার সরকারি কেবিএ কলেজে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টায় কেবিএ কলেজের মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা এবং প্রকাশনী ম্যানেজার রায় মজুমদার। এসময় জাদুঘরের কর্মকর্তা শাহাদাৎ হোসেন, নুরনবী হোসেন, কলেজের শিক্ষকদের মধ্যে আব্দুল আজিজ, আলহাজ¦ আকবর আলী, আবু তালেব, আক্তারুজ্জামানসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পরে ভিডিও চিত্র প্রদর্শনী ও শেষে ভ্রাম্যমাণ বাসগাড়িতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রদর্শনী করা হয়। কলেজের শিক্ষার্থীরা উক্ত প্রদর্শনী অবলোকন করে।
Comments are closed.