October 23, 2024, 9:21 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
দেয়া হচ্ছে না পদক, স্মরণ করা হবে নরেন বিশ্বাসকে

দেয়া হচ্ছে না পদক, স্মরণ করা হবে নরেন বিশ্বাসকে

বাকশিল্পাচার্য নরেন বিশ্বাসের জন্মদিন আজ ১৬ নভেম্বর। প্রতি বছরই এ উপলক্ষে কণ্ঠশীলনে অনুষ্ঠিত হয় আয়োজন। সেখানে একজন বিশিষ্ট সংস্কৃতিসেবীকে দেওয়া হয় নরেন বিশ্বাস পদক। কিন্তু এবার করোনার কথা বিবেচনা করে সে অনুষ্ঠান হচ্ছে না। তবে নরেন বিশ্বাসকে স্মরণ করা হবে ভিন্নভাবে।

আজ সোমবার রাত ৮টা ৩০ মিনিটে কণ্ঠশীলনের ফেসবুক পেজ থেকে এ প্রচার হবে সরাসরি অনুষ্ঠান। সেখানে শুরুতে নরেন বিশ্বাসের জীবনী নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হবে। এরপর বিপ্লববালার প্রবর্তনায় থাকবে একটি প্রযোজনা ‘ফিরে চল আপনপানে’ নামে।

নরেন বিশ্বাসের পত্নী অঞ্জলি বিশ্বাসের ধারণকৃত কথামালা দিয়ে শেষ হবে অনুষ্ঠান। নরেন বিশ্বাস ১৯৪৫ সালের ১৬ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাঝিগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও বাংলা উচ্চারণ নিয়ে রয়েছে তার অনেক কাজ। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার পাশাপাশি ভাষাচর্চাবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। কণ্ঠশীলনের আবর্তনের তিনি ছিলেন একজন শিক্ষক। ১৯৯৮ সালের ২৭ নভেম্বর তিনি মারা যান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com