লর্ডসে পাকিস্তানের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। দলে ফিরেছেন মাহমুদউল্লাহ সমীকরণ ছিল সেমিফাইনালে ওঠার ‘অসম্ভব’ সমীকরণের পিছু ছুটতে হলে পাকিস্তানকে আগে ব্যাট করতে হবে। টস হেরে পরে ব্যাটিং পেলে ওই অসম্ভব সমীকরণ থেকেও পাকিস্তান ছিটকে পড়বে মাঠে নামার আগেই। ভাগ্য কিন্তু মাঠের নামার আগেই সরফরাজ আহমেদের সহায়। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পেরেছেন পাকিস্তান অধিনায়ক। অর্থাৎ শুরুতে ফিল্ডিং করবে বাংলাদেশ।৪০০-৫০০-৬০০ রানের লক্ষ্যে নামা পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। মেহেদী হাসান মিরাজের সৃষ্ট চাপে থমকে গিয়েছিল পাকিস্তান। সে চাপে ৩১ বলে মাত্র ১৩ রান করে সাইফউদ্দিনের বলে ফিরে গেছেন ফখর। ২৩ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান এরপর ভালো গতিতেই রান তুলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ১ উইকেটে ৮২ রান পাকিস্তানের।এমনিতে অলৌকিক কিছু না ঘটলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। একটা উদাহরণেই তা বুঝিয়ে দেওয়া যায়। ধরুন, আগে ব্যাটিং করে ৪০০ রান তুলল পাকিস্তান। সে ক্ষেত্রে সরফরাজ আহমেদের দলকে জিততে হবে ন্যূনতম ৩১৬ রানের ব্যবধানে। যেখানে ওয়ানডে ইতিহাসেই ২৯০ রানের বেশি ব্যবধানে জয়ের নজির নেই।দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। চোট থেকে সুস্থ হয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ। ফিরেছেন মেহেদী হাসান মিরাজও। রুবেল হোসেন ও সাব্বির রহমান খেলছেন না।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।