মি.রাজু স্টাফ রিপোর্টাসঃ সাতক্ষীরার গাজীরহাট এলাকায় বাস চাপায় এক পথচারি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলার গাজীরহাটে এ দূর্ঘটানাটি ঘটে। নিহতের নাম মোস্তফা ঢালী (৭০)। তিনি দেবহাটা উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত মুরারী ঢালীর ছেলে।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের গাজীরহাট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ মোস্তফা আলী। এসময় কালিগঞ্জ থেকে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।