December 26, 2024, 3:43 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
নতুন গানে সাব্বির নাসির-সম্পা

নতুন গানে সাব্বির নাসির-সম্পা

জনপ্রিয় গীতিকার গোলাম মোর্শেদের কথায় ‘মনের ব্যথা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন সাব্বির নাসির ও সম্পা বিশ্বাস। রূপকের সুরে গানটির মিক্স, মাস্টারিং করেছেন সালমান জাইম। ভিডিও নির্মাণে কাজ করেছেন প্রীতুল, ইভান ও তাহসিন। গানটি নিয়ে গোলাম মোর্শেদ বলেন, ‘গান হিট করার জন্য লিখিনি, যদি দশ জনও গানটি পছন্দ করেন, তাহলে আমি সার্থক। তবে আমার বিশ্বাস, গানটি অনেকেই পছন্দ করবেন।’ শিল্পী সাব্বির নাসির জানান, ‘মোর্শেদ ভাইয়ের কথায় এর আগে দুটি গান করেছি।

এটা ভাইয়ের প্রথম লোকগান। মনের ব্যথা গভীর মরমি এক গান। রূপকের সুরে একটিমাত্র তারযন্ত্রে বাঁধা এ গান। গানের অধিকাংশ অংশ সম্পা বিশ্বাসের কণ্ঠে গাওয়া। অসাধারণ গেয়েছেন উনি। আমি চেষ্টা করেছি সম্পার সাথে এ গানে সম্পূরক অংশগুলোতে কণ্ঠ দিতে। আশা করি, লোকগানের শ্রোতাদের ভালো লাগবে গানটি।’ সম্পা বিশ্বাস বলেন, ‘সাব্বির ভাইয়ের সাথে এর আগে চারটি ডুয়েট গান করেছি। বিনোদিনী রাই থেকেই শ্রোতা-দর্শকদের ভালোবাসা পেয়েছে এই জুটি। গোলাম মোর্শেদ ভাইয়ের গীতিকবিতার সাথে সম্পৃক্ত হতে পেরে খুব ভালো লেগেছে।’ গানটি সাব্বির নাসিরের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com