February 5, 2025, 4:41 am
আলোকজ্জ্বল পূর্ণিমা তিনি। আলো ছড়ান; মুখের হাসিতে, চাহনীতে। অভিনয়ে আলো ছড়িয়েছেন সেই কবে। এবার তিনি নতুন পথে পা বাড়ালেন। আন্তর্জাতিক মানের দেশীয় ব্র্যান্ড রিবানার শুভেচ্ছাদূত হলেন দিলারা হানিফ পূর্ণিমা। সম্প্রতি হোটেল লা মেরিডিয়ানে চুক্তিস্বাক্ষর করেন পূর্ণিমা। এই প্রতিষ্ঠানের পণ্যের প্রচার-প্রসারে কাজ করবেন তিনি। পূর্ণিমা বলেন, দেশীয় ব্র্যান্ড বিউটি মার্কেটে এগিয়ে যাচ্ছে, এটা অনেক ভালো লাগার ব্যাপার। রিবানার সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। চলচ্চিত্রের পর্দায় পূর্ণিমাকে খুব একটা দেখা যায় না। তবে বর্তমানে তার হাতে দুটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে একটি ‘গাঙচিল’, অন্যটি ‘জ্যাম’। দুটি সিনেমাতেই তার সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়ক ফেরদৌস।
Comments are closed.