January 15, 2025, 11:52 am
ভারতের পাঞ্জাবের জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালেকে চলতি বছরের মে মাসে হত্যার পরপরই বলিউড ভাইজান সালমান খানের নিরাপত্তা বৃদ্ধি করেছিল মুম্বাই পুলিশ। কারণ, ওই গায়ককে হত্যার দায় স্বীকার করা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ২০১৮ সালে প্রকাশ্যে সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন। নিরাপত্তা বৃদ্ধির মাঝেই সালমান খান ও তাঁর বাবা সেলিম খান হত্যার হুমকি পেয়েছেন। এসব কারণে এবারের ঈদে ভক্তদের সঙ্গে দেখা করেননি ভাইজান। গুঞ্জন আছে, চলাচল করছেন বিশেষ নিরাপত্তা নিয়ে। এবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক সূত্রের খবর, নিজের কাছে অস্ত্র রাখতে চান সালমান খান। সেই অনুমতির আবেদন করতেই গত শুক্রবার মুম্বাইয়ের পুলিশ কমিশনার বিবেক পানসলকরের সঙ্গে দেখা করেছেন বলিউড ভাইজান। ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান। সেই ঘটনার প্রতিশোধ নিতেই বলিউড ভাইজানকে খুন করতে চেয়েছিলেন লরেন্স।
Comments are closed.