October 22, 2024, 4:23 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
নুরনগরে বাগদা চিংড়ীতে পুশ বিরোধী অভিযান

নুরনগরে বাগদা চিংড়ীতে পুশ বিরোধী অভিযান

শ্যামনগর উপজেলার নুরনগরে উপজেলা সিনিয়র সৎস্য কর্মকর্তা তুষার কুমার মজুমদারের উদ্যেগে বাগদা চিংড়ীতে অপদ্রব পুশ বিরোধী অভিযান চালানো হয়েছে। অত্র এলাকার কিছু অসাধু ব্যাবসায়ীরা নিজেদের সার্থে চিংড়ীতে অপদ্রব পুশ করে দক্ষিন বঙ্গের সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ীর সুনাম নষ্ট করছে। গতকাল ১২টার দিকে নুরনগরে বিভিন্ন মৎস্য আড়তে এই অভিযান চালিয়েছেন বলে জানা গেছে। এসময় চিংড়ীতে অপদ্রব পুশ করার অপরাধে মৎস্য ব্যবসায়ী লাভলু মোল্যাকে সাত হাজার টাকা এবং নৈকাটি গ্রামের সুব্রতে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। অভিযান চলা কালিন সময়ে নুরনগরের মৎস্য আড়ৎ গুলোতে বাগদা চিংড়ীতে কোন প্রকার অপদ্রব পুশ করতে না পারে সে দিকে সংশ্লিষ্ট সকলকে সকৃয় থাকার আহবান জানিয়েছেন ঐ কর্মকর্তা। কর্মকর্তা আরও জানিয়েছেন নুরনগরের কোন আড়ৎ মালিক পুশ করছে, এমন প্রমান যদি মেলে তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে। পুশ বিরোধী অভিযান চলাকালিন সময়ে মৎস্য আড়ৎ গুলো থেকে বাগদা চিংড়ীতে অপদ্রব পুশ করার ময়দার বস্তা, ময়দা জালানো হাড়ী, সিরিন্স সহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। এছাড়া প্রায় বিশ কেজি পুশকৃত বাগদা বিনষ্ট করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com