December 22, 2024, 6:11 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
পদ্মা পারের অপেক্ষায় ৪ শতাধিক যান

পদ্মা পারের অপেক্ষায় ৪ শতাধিক যান

দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মায় তীব্র স্রোত ও ফেরি সংকটের কারণে রাজবাড়ী প্রান্তে নদী পারের অপেক্ষায় প্রায় ৪ শতাধিক যানবাহন সিরিয়ালে আটকা পড়েছে।শুক্রবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত সড়কে ছোট-বড় এসব যানবাহন সিরিয়ালে রয়েছে বলে জানা গেছে।এদিকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে যানবাহনের চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।জানা গেছে, পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে বেড়েছে তীব্র স্রোত। ফলে ফেরিগুলোর নদী পার হতে আগের তুলনায় সময় লাগছে দ্বিগুন। পাশাপাশি এ রুটে প্রয়োজনের তুলনায় কম সংখ্যক ফেরি চলাচল করায় যানবাহনগুলোকে দৌলতদিয়া প্রান্তের সড়কে সিরিয়ালে থাকতে হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে। এর মধ্যে বড় ৭টি ও ছোট ৭টি। সড়কে নদী পারের অপেক্ষায় প্রায় ৪০ থেকে ৫০ যাত্রীবাহী বাস, ৩ শতাধিক বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন সিরিয়ালে রয়েছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ জানান, নদীতে স্রোত থাকায় ফেরিগুলোর নদী পার হতে সময় লাগছে দিগুন। ফলে দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহন সিরিয়ালে রয়েছে। নদী পারের অপেক্ষায় আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে। তবে যাত্রীবাহী কোনো বাস নেই বলে দাবি করেন তিনি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com