October 31, 2024, 5:20 am
পাইকগাছায় জেগে ওঠো মুক্তির লক্ষ্যে ‘স্বাধীনতার জন্য উত্থান -শতকোটি রুখে দাঁড়াও, নারী নির্যাতনের বিরুদ্ধে’ প্রতিপাদ্যকে আলোকে নিজেরা করি ও ভূমিহীন সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কোর্ট চত্বরের সামনে প্রধান সড়কে ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভূমিহীন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ মন্ডল এর সঞ্চালনায় বক্তৃতা করেন মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এড. এফ এম এ রাজ্জাক, ভূমিহীন আঞ্চলিক কমিটির সহকারী সম্পাদক সবিতা রানী ঢালী, সিপিবি নেতা আফজাল হোসেন, অ্যাড. প্রশান্ত ঘোষ, মো. কামরুল ইসলাম, শিবু প্রসাদ সরকার, আমজাদ হোসেন, শংকর কুমার মন্ডল, টিএম সাইফুদ্দিন, প্রভাষক আ. ওহাব, নিজেরা করি সংগঠনের একেএম রাশেদুজ্জামান, অনামিকা মন্ডল ও লিটন সরদার, অমেন্দ্রনাথ মন্ডল, বলরাম বাইন, দুলাল সানা, বোকেয়া বেগম, তারক সানা, মনা রাণী মন্ডল। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Comments are closed.