January 15, 2025, 8:55 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
পাইকগাছায় সাবেক এমপি শেখ নূরুল হকের মৃত্যু বার্ষিকী পালন

পাইকগাছায় সাবেক এমপি শেখ নূরুল হকের মৃত্যু বার্ষিকী পালন

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এমপি মো. আক্তারুজ্জামান বাবু বলেছেন, সৃষ্টিশীল কাজের মাধ্যমে চিরদিন বেঁচে থাকবেন আ.লীগের সাবেক এমপি এড. শেখ নূরুল হক। শুক্রবার সকালে পৌরসভাস্থ উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত প্রয়াত নূরুল হকের ২য় মৃত্যু বার্ষিকীর দোয়া ও স্বরণ সভায় প্রধান অতিথির বক্তবে এমপি বাবু এসব কথা বলেন। আ.লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় এমন মন্তব্য করে এমপি বাবু আরোও বলেন, বিগত-৯১ সালে সংসদ নির্বাচনে এড. শেখ মো. নূরুল হক পরাজিত হয়ে এ সংসদীয় এলাকায় অর্থ ও শ্রম দিয়ে দলের সাংগঠনিক ভিত মজবুত করেন। এর উপর ভিত্তি করে তিনি ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হয়ে পাইকগাছা-কয়রায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সংগঠিত করেন। কিন্তু লক্ষ্য করা গেছে সেই সময় থেকে এ পর্যন্ত যারা দলীয় এমপি নির্বাচিত হয়েছেন তাদের সাথে দলের ভিতর ও বাহিরের কিছু মানুষ সব সময় বিরুপ সমালোচনায় লিপ্ত থাকেন।

উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগ নেতা ইঞ্জি. মাহাবুবুল আলম। বক্তব্য রাখেন উপজেলা সংগঠনের সহ-সভাপতি সমীরন সাধু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক নেতা শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, জিএম একরামুল ইসলাম, হেমেশ মন্ডলসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ’র নেতৃবৃন্দ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com