December 22, 2024, 6:08 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
পাইকগাছা শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে প্রকাশিত হলো দেয়াল পত্রিকা বেলাভূমি

পাইকগাছা শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে প্রকাশিত হলো দেয়াল পত্রিকা বেলাভূমি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: সবুজ উপকূল ২০১৯ কর্মসূচি উপলক্ষে খুলনার পাইকগাছায় শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক- আলোকযাত্রা’র উদ্যোগে প্রকাশিত হলো নান্দনিক দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’। এটি এ বিদ্যালয় থেকে প্রকাশিত বেলাভূমি’র চতুর্থ সংখ্যা। ২১ জুলাই রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে পত্রিকাটির চলতি সংখ্যার আত্মপ্রকাশ ঘটে। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল, আলোকযাত্রা’র উপজেলা সমন্বয়কারী সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, জিএম শওকাত আলী, কনিকা ঘোষ, রীতা রায়, নার্গিস আক্তার, ফাতেমা খাতুন, সহকারী শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, তপন কুমার মন্ডল, মোঃ মহিবুল্লাহ, শংকর প্রসাদ মুনি, সুশান্ত হালদার, স্কুলের শিক্ষার্থী রাসমনি সাধু, লিজা, আসপিয়া, তনুজা, তিথী, অনিন্দীতা, জুলিয়া, কেয়া, সঞ্জিতা, অন্যন্যা, মারিয়া, জান্নাতী, মোহনা, তনু, বৃষ্টি, মলি, রিক্তা, জান্নাতুল, সুমাইয়া, ফারিয়া খাতুন, ইভানা, আয়শা, সাবিনা খাতুন, মিতা, সাদিয়া, সুমাইয়া প্রমুখ। উপকূলের পড়ুয়াদের লেখালেখি এবং সৃজনশীল মেধা বিকাশ চর্চা অব্যাহত রাখতে দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে অভিমত দেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com