December 22, 2024, 6:24 am
এ এইচ রিফাত রিপোর্টাসঃ সাতক্ষীরা তালা উপজেলার বারাত গ্রামের পুষ্প রাণী দাসের হত্যার সাথে জড়িত সকল আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধান।শুক্রবার সকাল ১০ টায় বেসরকারি সংস্থায় শারী ও মানববন্ধানের আয়োজন করা হয় সাতক্ষীরা প্রেস ক্লাবের ।সুনাম কমিটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অ্যাড সোমনাথ মুখার্জীর সভাপতিত্বে মানববন্ধানর বক্তাব্য রাখেন।সাতক্ষীরা জেলার মন্দীর সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, স্বদেশ এর নির্বাহৗ পরিচালক মাধব চন্দ্র দত্ত, শারীর প্রতিনিধি অ্যাড. শাম্ভু দাস, দলিত নেতা গৌর দাস প্রমুখ।বক্তারা বলেন ,তালা উপজেলার পুষ্প রানীকে যেভাবে অত্যাচার করে মারা হয়েছে তা কখনো মানা যায়না ।এই ঘটনায় বেয়াই জয়দেব দাসকে গ্রেপ্তার করে জেলে পাঠালে ও এই ঘটনায় সাথে আরো অনেকেই জড়িত ।বক্তারা আর বলেন বেয়াই জয়দেব দাসকে রিমান্ডের নিয়ে জিজ্ঞাসাবাদ এবং বাকি আসামিদের গ্রেফতারে দাবি জানান বিস্তারিত আসছে………..
Comments are closed.