January 15, 2025, 10:30 am
পূর্বশত্রুতার জের ধরে এক নারীকে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার দহাকুল শেখপাড়া গ্রামে। এব্যাপারে আহতের পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, দহাকুল শেখপাড়া গ্রামের শেখ মোবারক হোসেনের মেয়ে পারভিন সুলতানা ঈদ উপলক্ষে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। গত ১১ই জুলাই সোমবার রাত ১০টার দিকে একই এলাকার শেখ মহিতুল ইসলামের ছেলে শেখ ইয়াছিন হোসেন, মৃত রুহুল আমীনের ছেলে শেখ বাবু, মীর মোশারফ হোসেন রফিন’র ছেলে উপ্পান হোসেন লাঠিশোটা নিয়ে মোবারক হোসেনের বাড়িতে অনধিকার প্রবেশ করে স্ত্রী করিমুন নেছা ও মেয়ে পারভিন সুলতানাকে বেধড়ক মারপিট করে আহত করে।
সন্ত্রাসী হামলায় মেয়ে পারভিন সুলতানার ডাক-চিৎকারে মোবারক হোসেনের ভাই সিদ্দীক হোসেন ঠেকাতে আসলে তাকেও মারপিট করা হয়। এসময় ১নং আসামী ইয়াছিন মেয়ে পারভিন সুলতানার গলায় থাকা ১২আনা ওজনের স্বর্ণের চেন যার মূল্য (৪৮ হাজার টাকা) ছিড়ে নিয়ে যায়। এবং ২নং আসামী শেখ বাবু পারভিনের ডান কানের দুল যার মূল্য (১৮ হাজার টাকা) টান মেরে ছিড়ে নেয়। পরে মোবারক হোসেন আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে মোবারক হোসেন বাদী হয়ে তিনজন কে আসামী করে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
Comments are closed.