January 15, 2025, 12:04 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক চিকিৎসায় গ্রাম্য ডাক্তাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ডা. রুহুল হক এমপি

প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক চিকিৎসায় গ্রাম্য ডাক্তাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ডা. রুহুল হক এমপি

দেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীদের প্রাথমিক চিকিৎসায় গ্রাম্য ডাক্তাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। রোগীদের প্রাথমিক চিকিৎসায় একজন গ্রাম্য ডাক্তারকে যেটুকু করা উচিত সেই লিমিট অতিক্রম না করার জন্য আহ্বান জানান। মঙ্গলবার বেলা ১১টায় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মিলনায়তনে আশাশুনিতে কর্মরত আশাশুনি গ্রাম্য ডাক্তার (আরএমপি) ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। এসময় তিনি গ্রাম্য ডাক্তারদের উদ্দেশ্যে আরও বলেন, বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা বিভিন্ন প্রলোভনের মাধ্যমে আপনাদের দিয়ে পাওয়ারফুল এন্টিবায়োটিক লেখানোর চেষ্টা করবে।

আপনার তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। প্রাথমিক চিকিৎসা শেষে প্রয়োজনে রোগীদেরকে রেফার করে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠানোর পরামর্শ দেন। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম্য ডাক্তারদের প্রত্যন্ত অঞ্চলের রোগীদের প্রাথমিক পর্যায়ে সেবায় নিয়োজিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান তিনি। বক্তব্যে শেষে তিনি গ্রাম্য ডাক্তারদের উদ্দেশ্যে রোগীর প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে দিকনির্দেশনা দেন। আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার (আরএমপি) ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি গ্রাম ডাক্তার ইশার আলীর সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী মো. সামছুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, থানা ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবু দাউদ, ডা. সুব্রত কুমার ঘোষ, ডা. পিনাক কুমার মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, এসএম শাহনেওয়াজ ডালিম, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, দিপংকর বাছাড় দীপু, এসএম ওমর সাকি ফেরদৌস, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী, আলিম মোল্যা প্রমুখ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com