October 31, 2024, 5:23 am
ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে খাঁদের কিনারায় রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পাঁচ ম্যাচের মধ্যে তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে বাবর আজমের দল। প্রতিযোগিতার সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭০ রানে অলআউট হয়েছে পাকিস্তান।
শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদম্বরাম স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে অধিনায়ক বাবর আজম ও শাদাব খানের ফিফটিতে দক্ষিণ আফ্রিকাকে ২৭১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে পাকিস্তান। প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসি ৬০ রানে ৪টি উইকেট শিকার করেন।
Comments are closed.