October 31, 2024, 5:24 am
Shopone Das: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে এন.আই (নজরুল ইসলাম) যুব ফাউন্ডেশন ও ইসলামিয়া লাইব্রেরির সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও প্রতিষ্ঠানের সভাপতি শেখ মনিরুল হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, যুগ্ম-সম্পাদক প্রভাষক এস.এম ফিরোজ আহম্মেদ টুটুল, বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরশাদ আলী, এডিএস প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জি.এম আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ রিপজা হোসেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, অজয় দাশ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ ফারুক হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আলামিন রোকন, ইউপি সদস্য আব্দুর রকিব ঢালী, জোড়দিয়া একতা যুব সংঘের সভাপতি শেখ আতাউর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু।
Comments are closed.