December 22, 2024, 1:28 am
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাগপাড়া গ্রামের সাপের ছোবলে দুই ভায়ের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। তারা হলেন-নাগপাড়া গ্রামের মৃতনবাব মন্ডলের দুই ছেলে শাহিন মন্ডল (২৮) ও সোহান মন্ডল (৮)। স্থানীয়রা জানায়, রাতে খাবারখেয়ে একসাথে ঘুমিয়ে ছিল শাহিন ও সোহান। ঘুমন্ত অবস্থায় সোহানের মাথায় সাঁপে ছোবল দেওয়ার পর শাহিন জেগে উঠলে তাকেও দংশন করে। এসময় তাদের চিৎকারে বাড়ির লোকজন উঠে এসে সাঁপটিকে মেরে ফেলে। গভীর রাতেই তাদেরকে শৈলকুপা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। এ্যাম্বুলেন্সযোগে কুষ্টিয়া যাওয়ার পথে পথিমধ্যেই ছোট ভাই সোহানের মৃত্যু হয়। পরে কুষ্টিয়া সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই শাহিন মঙ্গলবার ভোরে মৃত্যুরকোলে ঢোলে পড়ে। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
Comments are closed.