December 26, 2024, 8:19 pm
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তার দপ্তর বিষয়টি নিশ্চিত করে।
রয়টার্সের তথ্য মতে, জিন ক্যাসটেক্স এখন ১০ দিনের আইসোলেশনে থেকে কাজ করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী জিন ক্যাসটেক্স সোমবার সকালেও ব্রাসেলসে ছিলেন। সেখানে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন।
সেসময় তার সঙ্গে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন ও ইউরোপের মন্ত্রী ক্লেমেন্ট বিউনও ছিলেন তার সফরসঙ্গী।
তবে প্রধানমন্ত্রীর করোনার দুই ডোজ ভ্যাকসিন নেওয়া আছে।
এদিকে ইউরোপসহ বেশ কিছু দেশে আবারও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে অস্ট্রিয়ায় পুনরায় লকডাউন আরোপ করা হয়েছে।
Comments are closed.