গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কালিগঞ্জ উপজেলা যুবলীগসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত কালিগঞ্জ উপজেলা শাখার যুবলীগের সভাপতি শেখ নাজমুল আহছান, সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানসহ কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সাতক্ষীরা জেলা যুবলীগের সভাপতি এম এ মান্নান গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মাজার জিয়ারত করেন। প্রেস বিজ্ঞপ্তি\